মাদক মামলায় ভারতীয় নাগরিকের দেড় বছরের কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১২ পিএম, ০৪ এপ্রিল ২০২৪
ছবি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রট

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা থেকে চার কেজি গাঁজাসহ গ্রেফতার ভারতীয় নাগরিক সমীর সরকারের (৩৫) দেড় বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্ত আসামি সমীর সরকার ভারতের ত্রিপুরারি বিলুনিয়ার সাব ডিভিশনের পুরান রাজবাড়ীর কমলা পুরের দিদান সরকারের ছেলে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রট আফনান সুমি এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে আরো তিন হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ভারতের ত্রিপুরারি বিলুনিয়ার সাব ডিভিশনের পুরান রাজবাড়ীর কমলা পুরের দিদান সরকারের ছেলে সমীর সরকারকে (৩৫) চার কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য ৬০ হাজার টাকা। এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই বিশ্বজিৎ সরকার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা করেন। মামলার পর ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন সমীর সরকার।

মামলার এজহার থেকে জানা যায়, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী শনির আখড়া ব্রীজের উপর অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যাত্রাবাড়ী থানাধীর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ইনকামিংস্থ নিউ রস ভান্ডার সুইটস এন্ড বেকারী কুতুবখালীর সামনে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছেন। সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুর রহমানের নেতৃত্বে অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি সমীর সরকার কৌশলে পালানোর চেষ্টা করেন। এসময় তাকে আটক করা হয়। এরপর আসামি সমীর সরকারের (৩৫) দেহ তল্লাশীকালে কাপড়ের ব্যাগের মধ্যে রক্ষিত সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় সর্বমোট ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদে সে ভারতীয় নাগরিক বলে স্বীকার করে। সে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে উক্ত স্থানে অবস্থান করছিল বলে স্বীকার করে। মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশ। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে তিন জন আদালতে সাক্ষ্য প্রদান করেন।

জেএ/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।