বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:০০ পিএম, ১৬ এপ্রিল ২০২৪
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া মো. আলমগীর

বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় প্রেমিক মো. আলমগীরকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত। একই রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আলমগীর কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হালকাকারা সওদাগর পাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ জাগো নিউজকে বলেন, মামলার বিচারকাজে পাঁচ সাক্ষীর সাক্ষ্য নেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য ও জবানবন্দিতে ভিকটিমকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় আলমগীরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ের প্রলোভনে ২০১৮ সালের ১৮ আগস্ট ধর্ষণ করেন আলমগীর। এসময় তরুণী বাধা দিলে মাথায় হাত রেখে আলমগীর তাকে বিয়ে করার শপথ করেন। এরপর কৌশলে আরও কয়েক দফা ধর্ষণ করেন।

পরে বিয়ের জন্য আলমগীরের সঙ্গে যোগাযোগ করলে ওই তরুণীকে চেনেন না জানিয়ে হুমকি দেন। পরে ভিকটিম ট্রাইব্যুনালে মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেয়। ২০১৯ সালের ১ জানুয়ারি অভিযোগপত্র আমলে নেন ট্রাইব্যুনাল। ২০২১ সালের ৩ মার্চ আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এমডিআইএইচ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।