‘ভোট কারচুপির’ জবাব দিতে এমপি আবদুর রশীদকে ৪ সপ্তাহের সময়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫১ এএম, ১৩ মে ২০২৪
সংসদ সদস্য অধ্যক্ষ আবদুর রশীদ/ ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও হলফনামায় তথ্য গোপনের অভিযোগে করা মামলায় সংসদ সদস্য অধ্যক্ষ আবদুর রশীদকে জবাব দাখিলের জন্য চার সপ্তাহের সময় দিয়েছেন হাইকোর্ট। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ আবদুর রশীদ।

এ বিষয়ে শুনানির জন্যে আগামী ১২ জুন পরবর্তী দিন ঠিক করেছেন আদালত। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

রোববার (১২ মে) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নাজিবের একক বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। বিবাদীপক্ষে ছিলেন সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন ও অ্যাডভোকেট এম. সাঈদ আহমেদ রাজা।

মামলার বাদী ওই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদের বিরুদ্ধে হলফনামায় সম্পদসহ বিভিন্ন তথ্য গোপন এবং নির্বাচনে ভোট জালিয়াতির মাধ্যমে বিজয়ের অভিযোগ করেন।

আদালতে শুনানিতে বিবাদীপক্ষ এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জবাব দাখিল করতে আট সপ্তাহের সময় প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে তাদের চার সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট জবাব দাখিলের আদেশ দেন আদালত।

অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান বলেন, মামলায় জামালপুর-৪ আসন শূন্য ঘোষণার আবেদন জানানো হয়েছে। আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে বিবাদীপক্ষকে জবাব দিতে চার সপ্তাহ সময় দিয়েছেন।

এফএইচ/কেএসআর 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।