বাড্ডায় সুরুজ হত্যা: তিনজনের যাবজ্জীবন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৬ মে ২০২৪
ফাইল ছবি

রাজধানীর বাড্ডায় সুরুজ আলী হত্যার ঘটনায় করা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, আনোয়ার হোসেন, মো. বোরহান উদ্দিন ওরফে জিন্নাতুল আলম এবং আব্দুল হক ওরফে আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১৬ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় আসামি আনোয়ার হোসেন ও বোরহান উদ্দিন ওরফে জিন্নাতুল আলম আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। আব্দুল হক পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

২০০৩ সালের ৬ ডিসেম্বর বাড্ডা থানার খিলবাড়ীর টেক ছিকুর প্রজেক্টের দক্ষিণ পাশের পুকুরে কচুরিপানার মধ্যে পাটের বস্তা থেকে হাবিলদার সুরুজ আলী মরদেহ উদ্ধার হয়। ওই ঘটনায় রাজধানীর বাড্ডা থানার উপ-পরিদর্শক আবু বকর মাতুব্বর বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলাটি তদন্তের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আব্দুল বাতেন আসামিদের বিরুদ্ধে ২০০৬ সালের ৩১ অক্টোবর চার্জশিট দাখিল করেন। এর পর ২০০৮ সালের ১৫ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন। মামলার বিচার চলাকালে আদালতে সাক্ষ্য দেন ১৪ জন।

জেএ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।