ট্রেনে অগ্নিকাণ্ড

জামালপুর বিএনপির সাধারণ সম্পাদকের আগাম জামিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৩ এএম, ২৯ মে ২০২৪
ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গত নভেম্বরে সরিষাবাড়ী স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির কেন্দ্রীয়সহ সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো.ওয়ারেছ আলী মামুনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৮ মে) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান ও বিচারপতি মো.আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন।

আদালতে আবেদনের শুনানির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া।
গত ১৮ নভেম্বর রাতে জামালপুরের সরিষাবাড়ী স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকা-তারাকান্দি চলাচলকারী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে চার নারীসহ ১০ জন আহত হয়েছেন।

ওইদিন দিবাগত রাত আনুমানিক ১টা ১০মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে দাঁড়ায়। পরে তারাকান্দি স্টেশনের উদ্দেশে যাত্রা করলে ট্রেনের পেছনের বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সহকারী মাস্টার আব্দুস সালাম ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এতে ট্রেনের শেষদিকের বগি ক, খ, গ-তে আগুন ছড়িয়ে পড়লে দুটি বগি আগুনে ভস্মীভূত হয়।

এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামা অনেককে আসামি করে মামলা দায়ের করেন সরিষাবাড়ী রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম।

এফএইচ/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।