প্রয়াত বিচারপতি-আইনজীবীদের স্মরণে ফুলকোর্ট রেফারেন্স ৪ জুলাই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৯ জুন ২০২৪
ফাইল ছবি

প্রয়াত বিচারপতি ও আইনজীবীদের স্মরণে আগামী ৪ জুলাই সুপ্রিম কোর্টে ফুলকোর্ট রেফারেন্স আহ্বান করা হয়েছে।

বুধবার (১৯ জুন) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা (১০০ জন) ২০২২ থেকে ২০২৪ সালে ইন্তেকাল করায় আগামী ৪ জুলাই সকাল সাড়ে নয়টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতির আদালত কক্ষে এক ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

‘ফুলকোর্ট রেফারেন্স’ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি ও আইনজীবীদের স্মরণে তাদের কর্মময় জীবন নিয়ে আলোচনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন।

এফএইচ/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।