শিক্ষার্থী হত্যা: এডিসি শাহেন শাহকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন
ডিবি পুলিশের সাবেক এডিসি (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপকে (২১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় এ রিমান্ড আবেদন করা হয়।
সোমবার (২১ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রুবেল মল্লিক এ আবেদন করেন। এ বিষয়ে তার উপস্থিতিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৭ অক্টোবর ঢাকার বেইলি রোড় এলাকা থেকে শাহেন শাহকে গ্রেফতার ডিবি পুলিশ।
বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গুলিতে নিহত হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ।
এ ঘটনায় তার বাবা এ কে এম রকিবুল আহম্মেদ বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করা হয়।
জেএ/বিএ/জেআইএম