ফারনাজ আলমের বিরল কৃতিত্ব


প্রকাশিত: ০৮:১৫ এএম, ১৬ মার্চ ২০১৫

`দি ব্রাশ কন্টেস্ট` নামে সারা বিশ্বের বিউটি এক্সপার্টদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় কসমেটিক্স ব্র্যান্ড ল’রিয়েল ।

সবগুলো দেশকে ১১টি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাই শেষে প্রতিযোগিতা এখন তৃতীয় পর্বে। এই কন্টেস্টে মালোয়েশিয়া রিজনে বাংলাদেশের একমাত্র প্রার্থী ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ফারনাজ আলম প্রথম পর্বে ১০ হাজারের বেশি প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ৫০ জনের মধ্যে নির্বাচিত হন। দ্বিতীয় পর্বে দর্শকদের ভোটে প্রথম হন ফারনাজ আলম। তার এই অর্জন আমাদের দেশের জন্য বিরল সম্মানের।

একজন বাংলাদেশি হিসেবে ফারনাজকে ভোট দিয়ে প্যারিসের পথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয়ায় সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বর্তমানে ল’রিয়েল এর দি ব্রাশ কন্টেস্ট-এ পরবর্তী রাউন্ড বুটক্যাম্পে অংশ নিতে ফারনাজ মালোয়েশিয়া আছেন।

উল্লেখ্য, প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব হবে ফ্যাশনের স্বর্গভূমি প্যারিসে।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।