ফুডপান্ডা এবার সিলেটে


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২৪ নভেম্বর ২০১৪

জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ফুডপান্ডা এখন বিভাগীয় শহর সিলেটেও সেবা দিচ্ছে। নগরীর প্রায় সব এলাকা থেকে যে কেউ অনলাইনের মাধ্যমে তাদের পছন্দের খাবার অর্ডার দিয়ে সংগ্রহ করতে পারবেন।

ফুডপান্ডা বাংলাদেশের বিপণন কর্মকর্তা সাকেরিনা খালেদ জানান, রাজধানী বাইরে ফুডপান্ডা চট্টগ্রামে প্রথম এধরণের সেবা দিয়েছে। এবার সিলেটেও শুরু হল। শুরুতেই আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।

বর্তমানে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী যে কেউ ফুডপান্ডার মাধ্যমে খাবার অর্ডার দিয়ে সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ ছাড়াও ভারত, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, রাশিয়াসহ পৃথিবীর ৪৬টি দেশে সেবা দিচ্ছে ফুডপান্ডা।

ফুডপান্ডা নিয়ে বিস্তারিত জানা যাবে www.foodpanda.com.bd সাইটে। সঙ্গে রয়েছে অর্ডার দেয়ার সব নিয়মকানুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।