শাহানাজ শিউলীর কিশোর কবিতা: ষড়ঋতু

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৮ নভেম্বর ২০২৩

রূপের খেলা, রঙের খেলা, সুরের খেলার দেশ
ষড়ঋতুর সাজ-সজ্জার নেই তো কোনো শেষ।

আম, লিচু, কাঁঠাল ফলের গ্রীষ্ম করে চাষ
অগ্নিঝরা, রৌদ্রখরা জলহীন দুই মাস।

বিজ্ঞাপন

বর্ষা আসে অথই জলে নূপুর পায়ে দিয়ে
সুবাস ভরা কদম-কেয়া মাছের বাজার নিয়ে।

রূপের রানী শরৎ আসে শুভ্র মেঘের ভেলায়
নতুন ধানের মঞ্জুরীতে লুকোচুরি খেলায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মমতাময়ী হেমন্ত আসে লক্ষ্মীভান্ডার নিয়ে
শূন্য গোলা পূর্ণ করে পাকা ফসল দিয়ে।

পৌষ পার্বণে পিঠা নিয়ে আসে শীতের মাস
বিন্দু বিন্দু শিশির মেখে হাসে দুর্বাঘাস।

ঋতুর রাজা বসন্ত আসে কোকিল ডাকা সুরে
উদাস করা মাতাল হাওয়া মন নিয়ে যায় দূরে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।