ওয়ালিদ জামানের কবিতা
পোড়াচ্ছে খুব পোড়ার খবর এবং অন্যান্য
পোড়াচ্ছে খুব পোড়ার খবর
আর না বাড়ুক লাশের সারি
স্বজন হারার আহাজারি!
আর না বাড়ুক অমন কবর
পোড়াচ্ছে খুব পোড়ার খবর!
আর না চলুক দহন কথা
শোকের মাতম অকাল ব্যথা!
আর না ঝরুক নিশিতে প্রাণ
অগ্নিজ্বলা করুণ স্লোগান!
****
ফিরিয়ে দিলাম শহর
তোকে শহর ফিরিয়ে দিলাম
হারিয়ে যাওয়ার আগে
আমি না হয় অনন্তকাল
দহন বইবো বুকে!
আমার শুধু ছিলই শহর
দেবার মতো তোকে
পাথর ভাঙা মনের বহর
সব হারাবার শোকে!
তোকে শহর ফিরিয়ে দিলাম
ফুরিয়ে যাবার আগে
আমি না হয় চিরটাকাল
আশায় রইবো জেগে!
আমার শুধু ছিলই শহর
কালো মেঘে ঢেকে
বিষাদ ব্যথার অকূল প্রহর
কাব্য ঝরা মুখে!
****
ভালোবাসা রাখিস
রাত পেরোলে ভোর ফুরালে
দরজা খুলে থাকিস
সন্ধ্যে হলে কতক ছলে
বাড়ি ফেরার হিসেব রাখিস!
আধ মাখা ভাত থালায় মেখে
গভীর রাতে ডাকিস
কাজল চোখের কান্না ঢেকে
খুবটি করে বকিস!
সব হারালে খুব আড়ালে
আমায় ভালোবাসিস
রৌদ্র পোড়া দুপুর হলে
আমার কাছে আসিস!
শেষ বিকেলে জানালা খুলে
দূর আকাশে দেখিস
বুকের মাঝে যত্নে তুলে
ভালোবাসা রাখিস!
এসইউ/জেআইএম