মুহম্মদ বদিউজ্জামান দিদারের কবিতা

দূরত্ব ও তোমার জেগে থাকা

মুহম্মদ বদিউজ্জামান দিদার
মুহম্মদ বদিউজ্জামান দিদার মুহম্মদ বদিউজ্জামান দিদার
প্রকাশিত: ০৫:০০ পিএম, ০৮ এপ্রিল ২০২৪

এক.
দূরত্ব

একটু একটু করে দূরত্ব বাড়ে
আপনজন সরে যায় দূরে
একদিন বুঝি কী যেন ফেলেছি হারিয়ে
তারপর এভাবেই কেটে যায় দিনরাত্রি
এ চলাই যেন হয়ে যায় স্বাভাবিক
কর্ম ব্যস্ত সময়ের মাঝে কখনোবা
বুকের মাঝখানে হাহাকার
মনে ভাসে ফেলে আসা দিন
বুঝি আমি সঙ্গীহীন, নিঃস্ব।

নিঃসঙ্গতায় আমি নিঃস্ব হইনি
নিঃস্ব হয়েছি অবহেলায়
মাঝরাতে একাকী ঝিঝির ডাকে
আঁধার রাতে জোনাকির আলোতে
সারারাত আমি নিঃসঙ্গ হইনি
ডানপিটে বিকেলে অসীম সময়ে পাশাপাশি
তোমার কাছেও আমি নিঃসঙ্গ
নিঃস্ব করে দাও তুমি আমায়।

দুই.
তোমার জেগে থাকা

ঘুমাইনি আমি, জেগে আছি
রাতের তারাদের সঙ্গী হয়ে
তুমিও জেগে আছো জানি
জানালার পাশে
খুঁজে বেড়াও ঘুমের সঙ্গ
মাঝে মাঝে বলে যাও ঘুমাও
অনেক হলো রাত
তারপর নেট কাট।
জানি মোবাইলটা ঘুমায়
তুমি জেগে থাকো
অনলাইনে থাকো পাহারায়।
সময় কাটে এখন অন্যের প্রয়োজনে
আমাদের সময় কাটেনা
অথচ আমাদেরও সময় ভীষণ প্রয়োজন।

তিন.
ভুলিনি তোমায়

ভুলিনি তোমায়, মনেও রাখিনি
তুমি আছো কোথাও না কোথাও
এমনি এমনি অযত্নে মনের কোন খাঁজে।

ভেবেছিলাম একদিন মুছে যাবে
সবকিছু সয়ে যাবে, ভাবিনি রয়ে যাবে
জীবনের অজানা পরতে।

তোমাকে দুচোখ ভরে দেখিনি কখনো
দেখেছিলাম প্রাণ ভরে নিঃশ্বাস গুনে গুনে
তুমি অপরূপা, নাকি গড়পড়তা
একেবারে মূল্যহীন ছিল আমার কাছে।

তুমি পাশে আছো না কাছে থাকো
তাও কখনো ভেবে দেখিনি
তুমি কত দূরে
তা আমার দুর্ভাবনায় আসেনি কখনো।

তুমি আছো তাইতো বেশ
ভালো আছো তাইতো বেশ
তোমায় খুঁজি না কোথাও আমি
খুঁজতে গিয়ে যদি হারিয়ে ফেলি।
আমিতো জানি আমিও আছি
তোমার মাঝে, অজানা কোথাও।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।