অলোক আচার্য

বুকের বা’পাশে এবং অন্যান্য কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ০৯ এপ্রিল ২০২৪

বুকের বা’পাশে

আমি ঘুমোই
তোমার ছায়ার পাশে
তুমি নেই,
বাহিরে ধূপজ্বলা সন্ধ্যা
আমি ঘুমোই।
তুমি সরে আসো কাছে, আরও কাছে
বুকের বা’পাশে
ক্লান্ত যোনীবৃক্ষে বইছে
চৈত্রের বাতাস, আহা!
মিলেছে শরীর
অথচ তুমি নেই!

****

দূরে থাকো

তুমি বরং দূরেই থাকো
নক্ষত্ররা যত দূরে থাকে
যত দূর থেকে ভেসে আসে
শিউলি ফুলের ঘ্রাণ।
তুমি দূরেই থাকো।
কাছে এলেই একরাশ বিরক্তি
আমার ঘামে ভেজা শার্ট তখন
তোমার দামি পারফিউমের কাছে
বড় বেমানান মনে হয়।
তুমি বরং দূরেই থাকো
তোমার কপালের টিপ সরে
একপাশে লেগে থাকুক
ভেজা পায়ে মুছে যাক আলতার রং
তবু তুমি দূরেই থাকো।

****

গুয়েভারার মতো

একদিন নিঃশব্দেই কংক্রিট ভেদ করে বেড়ে ওঠে
ডালপালাহীন তৃণলতা,
প্রতিবাদহীন শহরে ঠিক
মাথাগোঁজার ঠাঁই খুঁজে নেয়।
স্বপ্ন দ্যাখে একদিন সে
গুয়েভারার মতো বিপ্লবী হবে
যারা তাকে বঞ্চিত করেছে
তাদের বুকের ভেতর গেঁথে দেবে
একমুঠো তাজা বারুদ।
একদিন—
ছিঁড়ে যাবে বিষাক্ত সভ্যতার ইন্দ্রজাল।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।