শাহানাজ শিউলীর ছড়া: ঈদ আনন্দ

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৭:২৩ এএম, ১১ এপ্রিল ২০২৪

ঈদের খুশির বান ভেসেছে
আয় রে তোরা আয়,
বাঁকা হাসির চাঁদ নেমেছে
আমার ছোট্ট গাঁয়।

নতুন জামা পরবো গায়ে
লাল ফিতাটা চুলে,
পাড়ায় পাড়ায় ঘুরবো সবাই
নেচে হেলে দুলে।

রেশমি চুড়ির রিনিঝিনি
মেহেদি দেবো হাতে,
মিষ্টি মিঠাই ফিরনি সেমাই
খাবো সবার সাথে।

খুশবু আতর মাখবো গায়ে
মাথায় চমক টুপি,
দাদার কাছে ঈদ সালামি
নেবো চুপিচুপি।

পথশিশুকে সঙ্গে নিতে
যাবো না তো ভুলি,
ঈদ আনন্দ ভাগ করে আজ
করবো কোলাকুলি।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।