অলোক আচার্য

বৈশাখ দহনে ও অন্যান্য কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ এএম, ১৪ এপ্রিল ২০২৪

বৈশাখ দহনে

কাউকে আমি প্রবলভাবে চাই, সত্যিই
চৈত্র ফুরালে, মেঠো সংকীর্তণের দলে মিশে যায়
বৈশাখ দহনের প্রেম;
কামনার জন্ম হয় পাথুরে মাটি ভেদ করে
বীজের অঙ্কুরোদগম শেষে; ঠোঁট ছুঁয়ে চুমু দেয় বর্ষা
বৃষ্টির ফোঁটায় ফোঁটায়—
আমার শরীরজুড়ে ছুঁয়ে দেয় উন্মাতাল যৌবন।
আমি কাউকে প্রবলভাবে চাই, সত্যি।

**

বৈশাখ আসে

বৈশাখ মানে রৌদ্রে পোড়া দুপুর
বৈশাখ মানে তোমার হাত ধরে
একসাথে হাঁটার ক্লান্তি লাগা শহর।
বৈশাখ মানে তৃষ্ণার্ত ঠোঁটে
রাজপথে হেঁটে চলা
বৈশাখ মানে তোমার সাথে
রাত্রিজুড়ে আমার কথা বলা।
বৈশাখ মানে, ঝোড়ো হাওয়ায়
উড়ছে তোমার আঁচল
বৈশাখ মানে, চৈত্র দহন শেষে
দু’ফোঁটা বৃষ্টির জল।

**

বুকের গভীরে বৈশাখ

আকাশজুড়ে কালো মেঘ, ঝড়ো হাওয়ায়
ওড়ে তোমার চুল; তবুও
বাতাসে ভাঙনের গন্ধ ভাসে
বিকেলজুড়ে তীব্র হয় অপ্রাপ্তির দীর্ঘশ্বাসে!
শুষ্ক মাটিও প্রতীক্ষায় থাকে ভেজা যৌবনের।
বুকের গভীরে তবুও বৈশাখী ঝড় ওঠে
ভেঙে পড়ে সহস্রকালের গড়া তাজমহল,
একসময় শান্ত হয় পৃথিবী; থেমে যায় ঝড়ো বাতাস
তোমার খোলা চুল ছড়িয়ে পরে পিঠজুড়ে
বুকে রেখে যায় প্রলয়ের ক্ষতচিহ্ন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।