এভাবেই ভালোবাসা চলে চিরকাল

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ পিএম, ১২ জুন ২০২৪

আবুবকর গিয়াসুদ্দীন

তরু আর সবুজ ভালোবেসেছিল দীর্ঘ সময়,
প্রতিদিন ভালোবাসা ভালোবাসা।
ভালোবাসা মানে দুঃখ-দেওয়ালের বেষ্টন,
সেই দুঃখ অহোরাত্র ঘিরে থাকা আরেক বিস্ময়।
সে আমারে ভালোবাসে না ভেবে ভেবে রাত কেটে যায়।
তারা চেয়ে থাকে, চেয়ে দেখে পূর্ণিমার চাঁদ-
কী নীরব বিষণ্নতা দুজনার।
হয়তো অলক্ষ্যে ভালোবাসা কড়া নেড়ে যায় সবুজের মনে।
দৃশ্য খুঁজে পায় তরু আলোর সংসার।
পৃথিবীর সব হাসি ভেসে যায় অশ্রুর বন্যায়।
কে আছে ভালো আর, কার মনে সুখ কথা কয়?
শরীরের তৃষ্ণা যার বুকে মন তার শিশির ভেজা ঘাসের সমান।
সবুজের চোখে স্বপ্ন নেভাদার, তরু স্মরে বস্ত্রহীন নাচের ইতিহাস।
জীবন রূঢ় কবিতার মতো, আজ যদি ভালোবাসি বড়,
কাল কাতর করে মাংসের ক্ষুধা।
এভাবেই মানুষের ভালোবাসা চলে চিরকাল।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।