সিবগাতুর রহমানের কবিতা: প্রেমের প্রতিদান

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯ এএম, ১৯ জুন ২০২৪

ত্যাগের মহিমা নিয়ে মুমিনের দ্বারে
আবার এসেছে কোরবানি,
এ বুঝি বিধাতার আশিষ পাওয়ার
এক অপরূপ হাতছানি।

পরখ করে প্রভু চেয়েছিল জানতে
কোথা ভক্তির শেষ সীমানা,
বিধাতার প্রেমে পিতা-পুত্রের ত্যাগ
হয়ে আছে ঈমানের নিশানা।

আল্লাহর রাহে দুই পাগল প্রেমিকে
প্রভু প্রেমে দিয়েছিল পাল্লা,
কোরবানি সেদিনের প্রেমের নিশান
প্রতিদান দিয়েছেন আল্লাহ।

যা-ই কর কোরবানি উট কিবা দুম্বা
ভেড়া গরু কিবা বকরি,
আল্লাহর কাছে তার পৌঁছাবে না
রক্ত মাংস কানাকড়ি।

নিরীহ এ পশুগুলো শুধুই প্রতীক
এত নহে নিছক বাণী,
বিধাতার চাওয়া যেন আমরা করি
মনের পশুটা কোরবানি।

পথ দেখিয়ে গেছেন পিতা ইব্রাহিম
সঙ্গী ছিলেন ইসমাইল,
সে পথের কোরবানি কবুল করে প্রভু
মোদের করো তার শামিল।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।