শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবন নিয়ে আলতাফ পারভেজের বই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৪

বাংলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র হলেও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বস্তুনিষ্ঠ রাজনৈতিক জীবনী ছিল না এতদিন। সেই শূন্যতা পূরণ হলো এবার গবেষক আলতাফ পারভেজের মাধ্যমে।

‘সোহরাওয়ার্দী ও বাংলায় মুসলমানের রাষ্ট্রসাধনা’ নামে শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবনী লিখেছেন তিনি। বইটি প্রকাশ করেছে ‘বাতিঘর’। সাড়ে তিনশ পৃষ্ঠার এই বইয়ে ৬০০ এর বেশি টীকা ও তথ্যসূত্র যুক্ত করেছেন লেখক। বইটির দাম ৬০০ টাকা।

বইটিতে সোহরাওয়ার্দীর রাজনৈতিক ও ব্যক্তিজীবনের অনেক অনালোকিত দিককে ১৯২০ থেকে পরবর্তী চার দশকের পটভূমিতে ধাপে ধাপে উন্মোচন করা হয়েছে। বিশেষ করে তখনকার বাংলায় মুসলমানের রাষ্ট্রসাধনার বিষয়টি গ্রন্থে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে।

কলকাতা ও নোয়াখালীর ১৯৪৬-এর ‘দাঙ্গা’, ১৯৪৭-এর বাংলাভাগ, পঞ্চাশের মন্বন্তর ইত্যাদি ঘটনায় সোহরাওয়ার্দী ও মুসলমান রাজনীতিকদের ভূমিকাও নির্মোহভাবে খতিয়ে দেখেছেন লেখক।

এএসএস/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।