সিবগাতুর রহমানের কবিতা: নিদানের আশা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০২ মে ২০২৪

চারিদিকে দেখি ধু-ধু মরুভূমি কোথাও নেই আলো
খরতাপে জ্বলে মরছি নিদানে মনটাও নেই ভালো।

বিধাতার পানে চেয়ে আছি এতটুকু ছায়ার আশে
এক টুকরো মেঘ হয়ে তিনি কখন আসিবেন পাশে।

বিজ্ঞাপন

ডুবে আছি আমি পাপে ও তাপে এই অপরাধ মানি
তিনি ক্ষমাকারী দয়ার সাগর নিরাশ হবো না জানি।

ক্ষমা চেয়ে তাই শুধু ডেকে যাই তাঁরই দুয়ারে বসি
ঝরবে আশায় আমার কপালে তাঁর কলমের মসি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অচিরেই তিনি আসিবেন ঠিক ছায়া হয়ে শির ’পরে
জানিবে সকলে তাঁর প্রেমধারা কেমনে ঝরে পড়ে।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।