ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২০ জুন ২০২৫

প্রকৃতিতে বইছে ফলের সুবাস। বাহারি রং আর স্বাদের ফলের পসরা নিয়ে সেজেছে প্রকৃতি। সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে টক-মিষ্টি নানা ফলের স্বাদ ভাগাভাগি করতে ‘মৌসুমি ফল উৎসব’ এবং ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’র আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

১৯ জুন দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে গবিসাস কার্যালয়ে মৌসুমি ফল উৎসব এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফল-ফুলের গাছ রোপণ করে বছরের কর্মসূচি সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু, লটকন, আমলকি, ড্রাগনসহ বাহারি এবং নানা স্বাদের ফলের সমারোহে আয়োজিত হয় মৌসুমি ফল উৎসব। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং গবিসাসের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী, নৈশপ্রহরী এবং মাঠকর্মীদের মাঝে ফল বিতরণ করা হয়।

মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা বলেন, ‘প্রতি বছরের মতো গবিসাস মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে। এ মাসকে সবাই মিলে উদযাপন করছি, যা আনন্দদায়ক ও স্মরণীয়। আমরা বিশ্বাস করি, গবিসাস তার উৎসবমুখর ধারাবাহিকতা সুন্দরভাবে ধরে রাখবে।’

ফল উৎসবের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলামের উপস্থিতিতে ক্যাম্পাসে বিভিন্ন ফুল ও ফল গাছ রোপণ করে কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি

উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘গবিসাস প্রতি বছর বৃক্ষরোপণ করে থাকে, যা অত্যন্ত প্রশংসনীয়। সবার উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করা। পৃথিবীকে সুন্দর সবুজ ভাবে গড়ে তোলা।’

গবিসাসের সভাপতি সানজিদা জান্নাত পিংকি বলেন, ‘গবিসাস সব সময়ই সমাজ, পরিবেশ ও মূল্যবোধের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখতে সচেষ্ট। প্রতি বছরের মতো আয়োজন করেছি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সবুজে ঘেরা ক্যাম্পাসে গাছ লাগানোর দৃশ্য আমাদের নতুন আশাবাদে উজ্জীবিত করেছে।’

বিজ্ঞাপন

এসইউ/এএসএম

আরও পড়ুন

বিজ্ঞাপন