ভিডিও EN
  1. Home/
  2. জোকস

হোজ্জার মজার ঘটনা: বিড়ালের ওজন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৮ মে ২০২২

হোজ্জা, নাসির উদ্দীন হোজ্জা কিংবা মোল্লা বিভিন্ন নামে পরিচিত তিনি। তবে তার পুরো নাম নাসির উদ্দীন মাহমুদ আল খায়ী। চীনে তিনি পরিচিত ‘আফান্টি’ নামে। মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা মূলত পরিচিত তার সুক্ষ্ণ রসবোধের কারণে। তার সময়ে যেমন জনপ্রিয় ছিলেন এখনো তেমনি আছেন। এখনো তার মজার সব ঘটনা আনন্দ দেয় পাঠককে।

একদিন মোল্লা নাসিরউদ্দিন বাজার থেকে খাসির গোশত কিনে আনলেন। স্ত্রীর হাতে দিয়ে বললেন, অনেকদিন গোশত খাইনি। ভালো করে রান্না কর যেন খেয়ে মজা পাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোল্লা’র স্ত্রীও অনেকদিন গোশত খায়নি। তাই রান্নার পর একটু একটু করে খেতে খেতে সবটা গোশতই খেয়ে ফেললেন। মোল্লা খেতে বসলে তার স্ত্রী মুখ কাঁচুমাচু করে বললেন, আজ আর তোমার বরাতে গোশত নাই, সব গোশত বিড়ালে খেয়ে ফেলেছে।

নাসিরউদ্দিন অবাক হয়ে বললেন, পুরো এক সের গোশতই বিড়াল খেয়ে ফেলল? তার স্ত্রী খুব উচ্ছ্বসিত হয়ে বললেন, তাহলে আমি বলছি কি!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কিন্তু স্ত্রীর কথা মোটেই বিশ্বাস করলেন না মোল্লা। মনে মনে এক বুদ্ধি আটলেন। স্ত্রীকে বললেন বিড়ালটাকে ধরে আনো। বিড়ালের ওজন মাপা হবে।

ধরে আনা হলো সেই বিড়ালটিকে। এবার দাঁড়িপাল্লায় উঠিয়ে দেওয়া হলো বিড়ালটিকে। মোল্লা বিড়ালটিকে ওজন করে দেখলেন বিড়ালের ওজন ঠিক এক সের।

বিজ্ঞাপন

মোল্লা তার স্ত্রীকে বললেন, এটাই যদি সেই বিড়াল হয়, তাহলে গোশত কোথায়? আর এটা যদি গোশতের ওজন হয় তাহলে বিড়ালটা গেল কোথায়?

লেখা: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।

বিজ্ঞাপন

কেএসকে/এএসএম

আরও পড়ুন

বিজ্ঞাপন