মার্ক টোয়েনের মজার ঘটনা: বুক রিভিউ
মার্ক টোয়েনের বই পড়ার শখ। যে বই হাতে নেন, তিনি সেটাই পড়েন। একদিন এক বন্ধু এসে বললেন, ‘সম্প্রতি অমুক লেখকের দারুণ একটা বই বেরিয়েছে, তুমি কি পড়েছ?’
মার্ক টোয়েন বললেন,‘হ্যাঁ পড়েছি।’ তার বন্ধু জিজ্ঞাসা করলেন, ‘কেমন লাগল?’ মার্ক টোয়েন বললেন, ‘এক কথায় বইটি বন্ধ করলে আর খোলাই যায় না।’
একবার বিখ্যাত এবং বিতর্কিত শিল্পী হুইসলার একখানা ছবি আঁকছেন। সেই অসমাপ্ত ছবিটি দেখে মতামত দেয়ার জন্য তিনি আমন্ত্রণ জানালেন মার্ক টোয়েনকে। তো মার্ক টোয়েন এলেন তার স্টুডিওতে।
কিছুক্ষণ মন দিয়ে ছবিটি দেখার পর ছবির কোণায় একটা মেঘের দিকে আঙুল দেখিয়ে মার্ক টোয়েন বললেন, ‘আমি হলে মেঘটা ঐখানে ঐভাবে আঁকতাম। ওটা মুছে দিলে ছবিটার কোনো ক্ষতি হবে বলে মনে হয় না।’ কথা বলতে বলতে মার্ক টোয়েন আঙুলটা ঠেকালেন ছবিটার ওপর।
এটা দেখে চেঁচিয়ে উঠলেন হুইসলার,‘আরে করেন কী! রংটা এখনো কাঁচা রয়েছে। এইমাত্র মেঘটা আমি এঁকেছি।’
মার্ক টোয়েন জবাব দিলেন,‘অত চিন্তিত হওয়ার কিছু নেই। আমার হাতে দস্তানা পরা আছে, আশা করি রং লাগবে না।’
লেখা: সংগৃহীত
ছবি: সংগৃহীত
প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।
কেএসকে/এএসএম