ভিডিও EN
  1. Home/
  2. জোকস

শরৎচন্দ্র পণ্ডিতের মজার ঘটনা: এ ডেড স্কুল

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২৫ এএম, ১১ জুলাই ২০২২

বাংলা সাহিত্যের এক রসিক লেখক দাদাঠাকুর শরৎচন্দ্র। হাস্যরস ছিল তার জীবনজয়ের মন্ত্র। দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত অল্পবয়সে যখন স্কুলে পড়তেন তখন এক মজার কাণ্ড ঘটিয়েছিলেন।

একদিন তাদের গ্রামের স্কুলে বিদ্যালয় পরিদর্শক বা স্কুল ইন্সপেকটর আসা উপলক্ষে খাওয়াদাওয়ার ব্যবস্থা হয়েছে। একদিকে রান্না হচ্ছে, অন্য দিকে খাবার আয়োজন। সে এক হৈ হৈ কাণ্ড। ছাত্ররা খেতে বসেছে, শিক্ষকরা খাদ্য পরিবেশন করছেন। সবকিছু তদারক করছেন প্রধান শিক্ষক। খেতে বসে ছোট্ট শরৎচন্দ্র পণ্ডিত এ সব কাণ্ড দেখে এক বন্ধুকে ফিসফিস করে বললেন, দ্যাখ দ্যাখ, স্কুলের পিতৃশ্রাদ্ধ হচ্ছে!

সামনে দাঁড়িয়ে থাকা এক শিক্ষকের কানে গোল কথাটা। তিনি রেগে গিয়ে বললেন, ওকে কী বললি? মিথ্যা বললেন না। শরৎচন্দ্র পণ্ডিত। সব শুনে রেগে গিয়ে সেই শিক্ষক বললেন, জনিস না এটা এ ডেড স্কুল?

শরৎচন্দ্র পণ্ডিত বললেন, হ্যাঁ স্যার, এটা এ ডেড স্কুল। এই কথা শুনে ভীষণ রেগে গেলেন সেই শিক্ষক এবং বললেন, তুই বেঞ্চের ওপর দাঁড়িয়ে থােক, এই তোর শাস্তি।

দমবার পাত্র নন শরৎচন্দ্র পণ্ডিত। তিনি বললেন, স্যার ইন্সপেকটের এসে যদি জানতে চান কেন আমি বেঞ্চের ওপর দাঁড়িয়ে তখন কিন্তু আমি সত্যি কথাই বলব।

এ কথা শুনে মুস্কিলে পড়ে গেলেন শিক্ষক ও বসতে বললেন শরৎচন্দ্ৰ পণ্ডিতকে। কাণ্ড দেখে ছাত্রদের মুখে মুচকি হাসি।

লেখা: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।

কেএসকে/জেআইএম

আরও পড়ুন