আজকের জোকস: ডাক্তারের গাড়ির জানালা ভাঙার পর

ডাক্তারের গাড়ির জানালা ভাঙার পর
ছেলে: বাবা, প্রতিদিন একটা আপেল খেলে নাকি ডাক্তার থেকে দূরে থাকা যায়?
বাবা: হুমম, যায় তো।
ছেলে: তাহলে একটা আপেল দাও তো।
বাবা: তুই না আপেল খেতে চাস না! আজ কী হল হঠাৎ?
ছেলে: ডাক্তারবাবুর গাড়ির জানলা ভেঙে ফেলেছি তো!
****
স্ত্রীকে দেওয়া কথা রাখবে স্বামী
সুলতান বাজার থেকে ক্লান্ত অবস্থায় বাড়িতে এসে দেখলো রান্না হয়নি। তাই রেগে গিয়ে স্ত্রীকে ইচ্ছামতো মাইর দিলো।
বউ রাগ করে পরের দিন গ্রামে সালিশ ডাক দিলো। মাতুব্বর সুলতানের বউকে জিজ্ঞাসা করলো-
মাতুব্বর: তোমার সংসারে কী সমস্যা?
বউ: আমি আর তার ভাত খামু না।
সুলতান: ঠিক আছে, আমি আমার স্ত্রীর কথা রাখবো। আজ থেকে ভাতের বদলে তাকে চিড়া, মুড়ি, জাউ রান্না করে খাওয়ানো হবে।
****
দাঁতের ব্যথা
শশী দাঁতের ব্যথায় কয়েকদিন থেকেই খুব কষ্ট পাচ্ছিলো। এক ডেন্টিস্টের কাছে গেলো সে। কিন্তু ডেন্টিস্ট কাছে আসতেই চেঁচাতে শুরু করলো—
ডেন্টিস্ট: অত চেঁচাবেন না, আমি আপনার দাঁতে এখনো হাতই দিইনি।
শশী: কিন্তু আপনি আমার পায়ের উপর দাঁড়িয়ে আছেন।
কেএসকে/এমএস