ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : আজ বৃষ্টি হবে না

প্রকাশিত: ০৫:৩৯ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

আজ বৃষ্টি হবে না
দুই বন্ধু পিকনিকে গেছে। রাতে একটি তাঁবু টানিয়ে তার ভেতর ঘুমিয়ে পড়ল। মাঝরাতে এক বন্ধু আরেক বন্ধুকে ডেকে তুলল-
১ম বন্ধু : দোস্ত, আকাশ দেখতাছস?
২য় বন্ধু : হ দোস্ত। দেখতাছি তো।
১ম বন্ধু : কি বুঝলি?
২য় বন্ধু : আকাশে কোনো মেঘ নাই। অনেক তারা দেখা যাচ্ছে। তার মানে, আজ বৃষ্টি হবে না।
১ম বন্ধু : ওরে আবহাওয়াবিদের বাচ্চা! আমাগোর তাবুডা চুরি হইয়া গেছে, এইজন্যই আকাশ দেহা যাইতাছে!

****

ব্যাপক ঘুম পায়
বাবু ও আসিফ দুই বন্ধু। তাদের মধ্যে কথা হচ্ছে-
বাবু : জানিস, আমাদের যিনি সমাজবিজ্ঞান পড়ান, তিনি শুধু একজন ভালো শিক্ষকই নন, একজন ভালো ডাক্তারও।
আসিফ : তাই নাকি?
বাবু : হ্যাঁ। তবে সমস্যা হলো, তিনি ক্লাসে কেবল একটি মাত্র রোগেরই ওষুধ দিতে জানেন।
আসিফ : কী রোগ?
বাবু : অনিদ্রা! তাঁর ক্লাসে গেলেই সবার ব্যাপক ঘুম পায়।

****

পাইলটের যেন গরম না লাগে
দুই বন্ধুতে গল্প হচ্ছে-
প্রথম বন্ধু : বল তো, হেলিকপ্টারের মাথার ওপর একটা বিশাল পাখা থাকে কেন?
দ্বিতীয় বন্ধু : কেন?
প্রথম বন্ধু : হেলিকপ্টার চালানোর সময় পাইলটের যেন গরম না লাগে, সে জন্য।
দ্বিতীয় বন্ধু : যাহ।
প্রথম বন্ধু : হুমম! বিশ্বাস না হলে তুই হেলিকপ্টার চালানোর সময় পাখাটা বন্ধ করে দিয়ে দেখিস, বেচারা কেমন ঘামতে থাকে!

এসইউ/পিআর