আজকের জোকস: স্ত্রীকে উপহার দিয়ে স্বামী যখন ঘরছাড়া
স্ত্রীকে উপহার দিয়ে স্বামী যখন ঘরছাড়া
বন্ধু: তোর বউ তোকে ঘর থেকে বের করে দিল কেন?
সাজু: তোর কথাতেই ওকে একটা চেইন গিফট করেছিলাম, তাই বের করে দিয়েছে।
বন্ধু: চেইনটা কি রুপার ছিল?
সাজু: না সাইকেলের।
****
লোভী প্রেমিকার চালাক প্রেমিক
প্রেমিকার ফোন পেয়েই সতর্ক প্রেমিক—
প্রেমিক: হ্যাঁ, কত টাকার রিচার্জ করব বলো?
প্রেমিকা: তোমার কি মনে হয় আমি প্রতিবার ফোন করি শুধু রিচার্জ করার জন্য?
প্রেমিক: তাহলে বলো এবার কি চাও।
প্রেমিকা: এবার কয়েকটা জামা কিনে দাও।
প্রেমিক: তাহলে আমাকে কিছু টাকা পাঠিয়ে দাও।
****
ফ্রিতে ফাইভ স্টারে খাওয়ার উপায়
একজন ভিক্ষুক ১০০ টাকার নোট পেল। সে ভাবছে যাই ফাইভ স্টার হোটেলে গিয়েই আজ পেট ভরে খাব। খাওয়া শেষে বিল হলো ২৫০০ টাকা।
ওয়েটার যখন টাকা চাইতে এলো ভিক্ষুক বললো টাকা তো নেই। তাই শুনে ওয়েটার ম্যানেজারের কাছে নিয়ে গেল তাকে। ম্যানেজার ভিক্ষুককে পুলিশের হাতে তুলে দিল।
এবার সেই চালাক ভিক্ষুক পুলিশকে ১০০ টাকার নোটটি দিয়ে বাড়িতে চলে গেলো।
কেএসকে/জিকেএস