ঢাকা | |
মিনিট | মিনিট |
চট্টগ্রাম | |
মিনিট | মিনিট |
রাজশাহী | |
মিনিট | মিনিট |
খুলনা | |
মিনিট | মিনিট |
বরিশাল | |
মিনিট | মিনিট |
সিলেট | |
মিনিট | মিনিট |
রংপুর | |
মিনিট | মিনিট |
ময়মনসিংহ | |
মিনিট | মিনিট |
এডিসনের ঘোড়ার ডিমের যন্ত্র

টমাস আলভা এডিসন ছিলেন মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী। তবে ইতিহাসের অতিপ্রজ বিজ্ঞানীদের অন্যতম একজন বলেই বিবেচিত। তার নামে ১ হাজার ৯৩টি মার্কিন পেটেন্টসহ যুক্তরাজ্যে, ফ্রান্স এবং জার্মানির পেটেন্ট রয়েছে। গণযোগাযোগ খাতে বিশেষ করে টেলিযোগাযোগ খাতে তার বহু উদ্ভাবনের মাধ্যমে তার অবদানের জন্য তিনি সর্বস্বীকৃত। যার মধ্যে একটি স্টক টিকার, ভোট ধারনকারী যন্ত্র, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, বৈদ্যুতিক শক্তি, ধারণযোগ্য সংগীত এবং ছবি।
তবে এর বাইরে এডিসন ছিলেন খুব রসিক মানুষ। জীবনে বিভিন্ন সময় নানান মজার ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। একবার তার গ্রামোফোন আবিষ্কার উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে এক তরুণী তার বক্তৃতার সময় অযথাই আক্রমণ করে বসলো।
তরুণী এডিসনের বক্তৃতার মাঝেই বলতে শুরু করলো, ‘কী এক ঘোড়ার ডিমের যন্ত্র আবিষ্কার করেছেন, সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতেই থাকে। তাই নিয়ে আবার এত মাতামাতি! ইতিহাস আপনাকে ক্ষমা করবে না…।’
তরুণী বলেই যাচ্ছে। থামার কোনো লক্ষণ নেই।
এডিসন চুপ করে শুনে গেলেন। বক্তৃতা দিতে উঠে তিনি বললেন, ‘ম্যাডাম, আপনি ভুল করছেন। আসলে সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করার যন্ত্র আবিষ্কার করেছেন ঈশ্বর। আমি যেটা আবিষ্কার করেছি সেটি ইচ্ছেমতো থামানো যায়।’
লেখা: সংগৃহীত
ছবি: সংগৃহীত
প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।
কেএসকে/জিকেএস