ভিডিও ENG
  1. Home/
  2. জোকস

আজকের জোকস: মেয়েদের বয়স জানার উপায়

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৪৮ এএম, ২১ জুলাই ২০২৩

মেয়েদের বয়স জানার উপায়
বাসে খালি সিটে বসা নিয়ে দুই নারী ঝগড়া শুরু করে দিলেন। কন্ডাক্টর কোনো যুক্তিতেই তাদের দমাতে পারছিল না। শেষে একটা বুদ্ধি তার মাথায় এলো—

কন্ডাক্টর: দুই আপারেই কইতাছি, আপনাগোর মধ্যে যিনি বয়সে বড় তিনি বসে যাবেন সিটে!

এ কথার পর হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে ঝগড়া বন্ধ! দুই নারীর কেউই আর বসলেন না সিটে। মুখে কথা নেই, সারা রাস্তা তারা দাঁড়িয়ে পার করলেন।

****

স্কুলে দেরি হওয়ার কারণ
শিক্ষক: গাবলু, ক্লাসে এত দেরি করে এসেছো কেন?
গাবলু: স্যার, বাবা-মা ঝগড়া করছিল।
শিক্ষক: তুমি থামাতে গেলে কেন? স্বামী-স্ত্রীর ঝগড়া এমনিতেই থেমে যায়।
গাবলু: সেটা আমিও জানি স্যর!
শিক্ষক: তাহলে?
গাবলু: আমার এক পাটি জুতো বাবার হাতে, আর একটা মার হাতে ছিল।

****

সুন্দরীর হাতের চড়
সুন্দরী এক মেয়ে দাঁড়িয়ে আছে শপিং মলের সামনে। এক ছেলের খুব পছন্দ হয়েছে তাকে। সাহস করে সামনে গিয়ে দাঁড়াল। কোনো ভূমিকা ছাড়াই বললো—

ছেলে: বিয়ে হয়ে গিয়েছে আপনার?
মেয়ে: হ্যাঁ, কোনো সমস্যা?
ছেলে: না মানে, বর কী করে?

এক কথা শুনে মেয়েটি এক চড় লাগালো ছেলেটির গালে—
ছেলে: এটা কী হল?
মেয়ে: আফসোস! সে এখন শুধু আফসোস করে।

কেএসকে/জিকেএস

আরও পড়ুন