আজকের জোকস: হিসাববিজ্ঞানের ছাত্র যখন প্রেমিক
হিসাববিজ্ঞানের ছাত্র যখন প্রেমিক
প্রেমিকা ইংরেজির ছাত্রী আর প্রেমিক হিসাববিজ্ঞানের ছাত্র।একদিন প্রেমিকা তার প্রেমিককে জিজ্ঞাসা করছে—
প্রেমিকা: আচ্ছা বলতো, হোয়াট ইজ লাভ?
প্রেমিক: বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই লাভ।
****
স্ত্রীকে দেওয়া কথা রাখবে স্বামী
সুলতান বাজার থেকে ক্লান্ত অবস্থায় বাড়িতে এসে দেখলো রান্না হয়নি। তাই রেগে গিয়ে স্ত্রীকে ইচ্ছামতো মার দিলো।
বউ রাগ করে পরের দিন গ্রামে সালিশ ডাক দিলো। মাতুব্বর সুলতানের বউকে জিজ্ঞাসা করলো-
মাতুব্বর: তোমার সংসারে কী সমস্যা?
বউ: আমি আর তার ভাত খামু না।
সুলতান: ঠিক আছে, আমি আমার স্ত্রীর কথা রাখবো। আজ থেকে ভাতের বদলে তাকে চিড়া, মুড়ি, জাউ রান্না করে খাওয়ানো হবে।
****
তিন বাটপার যখন বন্ধু
তিন বাটপার বন্ধুর বহুদিন পর দেখা। তারা এক রেস্টুরেন্টে খেতে গেলো। একজন ওয়াশ রুমে গেলো। বাকি দু’জন আলাপ করছে। গল্পের এক পর্যায়ে—
মফিজ: তারপর দোস্ত, তোর বাচ্চা-কাচ্চা কয়টা?
আবুল: আমার একটাই ছেলে। আমার মতোই বুদ্ধিমান। ভার্সিটিতে পড়ে। বিরাট বড়লোকের একমাত্র মেয়েকে পটাইছে। মেয়েকে ইম্প্রেস করার জন্য একটা গাড়ি গিফট করছে। একবার বিয়ে হয়ে গেলে মেয়ের বাপের সব প্রোপার্টি আমার।
মফিজ: আমারও একটাই ছেলে। আমার মতোই বুদ্ধিমান। ভার্সিটিতে পড়ে। সেও বিরাট বড়লোকের একমাত্র মেয়েকে পটাইছে। মেয়েকে ইম্প্রেস করার জন্য ফ্ল্যাট গিফট করছে। ভালোয় ভালোয় বিয়েটা হয়ে গেলেই মেয়ের বাপের সব প্রোপার্টি আমার।
এর মধ্যে তৃতীয় বন্ধু এলো। একজন জিজ্ঞাসা করলো, ‘দোস্ত তোর ছেলে-মেয়ে কয়টা?’
মতলব: আমার এক মেয়ে, আমার মতোই ধান্দাবাজ। দুই পোলারে নাকে দড়ি দিয়া ঘুরাইতেছে। একজন দিছে ফ্ল্যাট আর একজন দিছে গাড়ি। আগামীতে আরও অনেক কিছু আদায় করার প্ল্যান আছে।