ডুসাগের নেতৃত্বে রাকিব-কাদের
রাকিবুল হাসান এবং আব্দুল কাদের
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোবিন্দগঞ্জ (ডুসাগ) এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাকিবুল হাসান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের।
রোববার (৯ ফেব্রুয়ারি) সংগঠনটির সাধারণ বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা।
রাকিবুল ইসলাম ২০১৯-২০ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী। আব্দুল কাদের ২০২০-২১ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী।
- আরও পড়ুন
সাইবার বুলিং-হুমকি চলছেই, আতঙ্কে আন্দোলনকারী শিক্ষার্থীরা!
ভর্তিচ্ছুদের সেবায় জাবি ছাত্রদলের ‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’
কমিটি আগামী এক বছরের জন্য গঠন করা হয়েছে। কমিটির অনুমোদন করেন বিগত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুরাদ হাসান, সদস্য সচিব জুয়েল মাহমুদ, আওলাদ হোসেন সৈকত (প্রধান নির্বাচন কমিশনার এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ডুসাগ) এবং সাগর প্রধান (নির্বাচন কমিশনার এবং সাবেক সাধারণ সম্পাদক, ডুসাগ)।
নবনির্বাচিত নেতৃবৃন্দ গোবিন্দগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
এমএইচএ/কেএসআর