ভর্তিচ্ছুদের সেবায় জাবি ছাত্রদলের ‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছুদের সহায়তার জন্য ‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’ চালু করেছে শাখা ছাত্রদল।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা থেকে এই সার্ভিস চালু করে সংগঠনটি।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, ভর্তিচ্ছুরা দেশের নানা প্রান্ত থেকে আসায় ক্যাম্পাসের অনেক জায়গা চেনেন না। এতে রাস্তায় জ্যামসহ নানা কারণে অনেক পরীক্ষার্থীর পরীক্ষার হলে পৌঁছাতে দেরি হয়। তাদের কষ্ট লাঘব করতে শাখা ছাত্রদলের এই আয়োজন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, জাবি শাখা ছাত্রদলের উদ্যোগে দুটি সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। পরীক্ষার্থীদের জরুরি মুহূর্তে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য আমাদের বাইক সার্ভিস রয়েছে। এজন্য পরীক্ষা শেষে অনেকেই এসে কৃতজ্ঞতা জানাচ্ছেন।

শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, জুলাই -আগস্ট আন্দোলনে ছাত্রদলের প্রথম শহীদ ওয়াসিমের নামে এই বাইক সেবা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপদে ও যথাসময়ে পরীক্ষার হলে পৌঁছে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

সৈকত ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।