জকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে ১২ নির্দেশনা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস/ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠুভাবে আয়োজনে ভোটারদের জন্য প্রয়োজনীয় ১২ দফা নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের স্বাক্ষরে শুক্রবার (২৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। সুষ্ঠু ও শৃঙ্খলভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ভোটারদের এগুলো কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ভোটার তালিকায় নাম নেই এমন কেউ কোনো অবস্থাতেই ভোটের দিন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। ভোটারদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। যাদের পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা হারিয়ে গেছে, তারা ভোটার তালিকার পাশে দেওয়া কিউআর কোড স্ক্যান করে ভোটার স্লিপ সংগ্রহ করতে পারবেন, যা ভোটের দিন পরিচয়পত্রের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে।
ভোটকেন্দ্রে প্রবেশের সময় প্রত্যেক ভোটারকে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়াতে হবে। ভোটকক্ষে কোনো ব্যাগ, মোবাইল ফোন বা ইলেকট্রনিক সামগ্রী বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রী সঙ্গে থাকলে তা রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা রেখে ভোট শেষে নিজ দায়িত্বে ফেরত নিতে হবে।
ভোট দেওয়ার সময় প্রত্যেক ভোটারকে রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত ও সিলকৃত তিনটি ব্যালট পেপার দেওয়া হবে। ব্যালট পেপার কোনোভাবেই ভাঁজ, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং অতিরিক্ত ব্যালট পেপার সরবরাহ করা হবে না। ভোট শেষে নির্দিষ্ট নম্বরের ব্যালট বক্সে নির্দিষ্ট ব্যালট পেপার জমা দিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, ভোট দেওয়ার আগে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ক্ষেত্রে বাম হাতের বৃদ্ধাঙ্গুলে এবং হল শিক্ষার্থী সংসদের ক্ষেত্রে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে অমোচনীয় কালি প্রয়োগ করা হবে। ব্যালট পেপারে প্রার্থীর নামের পাশের নির্ধারিত ঘরে সঠিকভাবে চিহ্ন দিতে হবে, অন্যথায় ভোট বাতিল বলে গণ্য হবে।
নির্বাহী সদস্য পদের ক্ষেত্রে ভোটদানে বিশেষ সতর্কতার কথা উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে নির্বাহী সদস্য পদে মোট সাত এবং হল শিক্ষার্থী সংসদে চার প্রার্থীকে ভোট দেওয়া যাবে। এর বেশি ভোট দিলে নির্বাহী সদস্য পদের সব ভোট বাতিল হবে।
ভোটকক্ষে ব্যালট পেপারের অংশ বা প্রার্থীর নামসংবলিত কোনো কাগজ রেখে আসা নিষিদ্ধ। বুথে সংরক্ষিত কলম ব্যবহার করেই ভোট দিতে হবে। ভোটদান শেষে ভোটারদের দ্রুত ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে, তবে প্রার্থীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য নয়।
প্রতিষ্ঠার ৩৮ বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জকসু নির্বাচন। আগামী ৩০ ডিসেম্বর হবে ভোটগ্রহণ।
টিএইচকিউ/একিউএফ/এমএস