ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবিতে ডোনার সংবর্ধনা ও নবীনবরণ

প্রকাশিত: ০৩:১৭ এএম, ১০ মে ২০১৭

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে একাদশ ডোনার সংবর্ধনা ও নবীনবরণ-২০১৭ অনুষ্ঠিত হয়ছে।

মঙ্গলবার জবির কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জবির উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠানে ডোনারদের সংবর্ধনা ক্রেস্ট ও নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীসহ, বাঁধন জবি ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাঁধন জবি শাখার সভাপতি মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

ডোনার সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান-২০১৭ এর আহ্বায়ক নাজমুস সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দীপিকা রানী সরকার, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার সাহা, বাঁধন জবি ইউনিটের উপদেষ্টা মো. আব্দুস সালাম ও বাঁধন জবি ইউনিটের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান।

অনুষ্ঠানে জবি উপাচার্য বলেন, মানবিক সন্তুষ্টির জন্যই রক্তদান করা হয়ে থাকে। কারণ মানুষকে সাহায্য করাও ইবাদত। আমরা খুবই সংগঠন প্রিয়। তবে সংগঠনের মধ্যে সেই সংগঠনই শ্রেষ্ঠ, যারা মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখে।

এসএম/এসআর/আরআইপি

আরও পড়ুন