সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হাসান রানা নিহত হয়েছেন। তিনি ৪৩ তম আবর্তন- মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। এছাড়া একই ঘটনায় মাইক্রোবায়োলজি বিভাগের এক শিক্ষার্থী গুরতর আহত হয়েছেন।
শুক্রবার ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল।
নিহত রানা বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। রানা পাবনা জেলার সদর থানার নুরপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় আল বেরুনী হলের মার্কেটিং বিভাগের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল হাসান রানা ও মাইক্রোবায়োলজি বিভাগের আরাফাত সাভারের কলমায় অবস্থিত মার্কাস মসজিদ থেকে তাবলীগ জামাত শেষ করে অটোরিকশায় করে ক্যাম্পাসে ফিরছিলেন।
তাদের রিকশা সিঅ্যান্ডবি ও বিশ্ববিদ্যালয় মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের মাঝামাঝি স্থানে আসলে পিছন থেকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এসময় ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. গৌতম ঘোষ নাজমুল হাসান রানাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আরেক শিক্ষার্থী আরাফাতের এনাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসা চলছে।
হাফিজুর রহমান/এফএ/এমএস