ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

তৃতীয় ডিআইইউ ডিসি বিতর্ক উৎসব অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩৬ এএম, ০১ নভেম্বর ২০১৭

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের (ডিআইইউডিসি) উদ্যোগে তৃতীয় বিতর্ক উৎসব ২০১৭ অনুষ্ঠিত হয়। গত ৩০ অক্টোবর ডিআইইউর উত্তরা ক্যাম্পাস অডিটোরিয়ামে দশ দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘোষণা ও পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আর্কাইভ ফেডারেশনের (বিডিএফ) সভাপতি আবদুল্লাহ মো. শুকরানা। বিশেষ অতিথি ছিলেন বিডিএফের সাবেক মহাসচিব মাহফুজুর রহমান মিশু।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানজিনা হোসেন, অনিল চন্দ্র পাল, মাহবুব পারভেজ, ড. হারুন অর রশিদ, তাহসিনা ইয়াসমিন ও রাবিয়া বিনতে হাবিব প্রমুখ।

বাংলা বিতর্কে চ্যাম্পিয়ন হয় আইন বিভাগ। ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হয় ইংরেজি বিভাগ। আইন বিভাগের মাহমুদুল হাসান রকিব ও ইংরেজি বিভাগের মো. শামসুস সাজেদিন সেরা বক্তা নির্বাচিত হন।

গত ২০ অক্টোবর থেকে শুরু হওয়া এ উৎসবে বাংলা ও ইংরেজি বিতর্কের জন্য ১৬টি দল অংশগ্রহণ করে।

এসইউ/এমএস

আরও পড়ুন