ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ভিক্টোরিয়া কলেজকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ করার সিদ্ধান্ত

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ১১:৩৩ এএম, ০২ নভেম্বর ২০১৭

১শ’ ৩১ বছরের পুরনো ঐতিহ্যবাহী নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজকে দেশের উচ্চশিক্ষার মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘শতবর্ষী কলেজ উন্নয়ন প্রকল্প’র অধীনে দেশের ১৬টি শতবর্ষী কলেজকে ‘সেন্টার অব এক্সিলেন্সে’ রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষার গুণগত মানোন্নয়নে ১ হাজার কোটি টাকার বাজেট প্রকল্পের আওতায় এসব কলেজে গবেষণা ব্যবস্থা, সমৃদ্ধ লাইব্রেরি, নতুন আধুনিক ভবন নির্মাণ ও পুরনো ভবন সংস্কার, আলাদা পরীক্ষার হল নির্মাণ, শিক্ষক-কর্মচারীদের আবাসন সুবিধাসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

১৮৮৬ সালে প্রতিষ্ঠিত নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ তাদের একটি। দেশের দক্ষিণ বঙ্গের সর্বপ্রাচীন এ কলেজটির রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। কলেজের শিক্ষার্থী প্রায় সাড়ে ছয় হাজার। কিন্তু প্রায় ৪ হাজার ছাত্রের থাকার জন্য আছে মাত্র ৪০ আসনের একটি ছাত্রাবাস। আর প্রায় ২ হাজার ৫শ’ ছাত্রীর জন্য রয়েছে ১৫০ আসনের দু’টি ছাত্রী নিবাস। কলেজের নিজস্ব বাস সার্ভিস নেই। শিক্ষকদের প্রয়োজনীয় সংখ্যক পদ সৃষ্টি করা হয়নি। মাত্র ৪টি বিষয় ছাড়া বাকি কোন বিষয়ে এখানে স্নাতকোত্তর পড়ার সুযোগ নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শতবর্ষী কলেজের সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় পরামর্শে গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশিতে) সংশ্লিষ্ট কলেজসমূহের অধ্যক্ষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের লক্ষ্য বাস্তবায়নে যেসব পরামর্শ উঠে আসে, সেগুলো হলো- আধুনিক বিজ্ঞানসম্মত সুউচ্চ ভবন নির্মাণ, মেডিকেল সেন্টার স্থাপন ও অ্যাম্বুলেন্স সরবরাহ, আধুনিক ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ নির্মাণ, ক্যাম্পাসে ওয়াইফাই ব্যবস্থা, পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনা, অটোমেশন লাইব্রেরি স্থাপন, ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণ, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য ডরমেটরি নির্মাণ, আঞ্চলিক ঐতিহ্য সংশ্লিষ্ট বিভাগ চালু (যেমন- চারুকলা), উন্মুক্ত গবেষণা ইনস্টিটিউট, বঙ্গবন্ধুর ম্যুরাল ও স্বাধীনতার ভাস্কর্য স্থাপন, পর্যটন, জিমনেশিয়াম স্থাপনসহ বিভিন্ন সুবিধা চালু করা। এছাড়া বিদ্যমান যেসব বিষয়ে স্নাতকোত্তর কোর্স নেই; সেসব বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু, আসন সংখ্যা বৃদ্ধি এবং শিক্ষকের পদ সৃষ্টি করা ইত্যাদি।

এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সামাদ উল্লাহ মজুমদার জাগো নিউজকে বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে উচ্চপর্যায়ের একটি টিম ২৮ অক্টোবর দেশের ৬ষ্ঠ প্রাচীন নড়াইল ভিক্টোরিয়া কলেজ পরিদর্শনে আসার কথা ছিলো। তবে জরুরি অন্য সরকারি কাজের কারণে তারা আসতে পারেননি। তবে আশা করছি খুব শিগগিরই তারা কলেজ পরিদর্শনে আসবেন।’

হাফিজুল নিলু/এসইউ/আইআই

আরও পড়ুন