রংপুরের মডার্ন মোড়ে শিক্ষার্থীদের অবস্থান
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। অবরোধের কারণে উত্তরাঞ্চলের চারটি জেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সোমবার সকাল ১০টা থেকে মডার্ন মোড়ে পাচঁ দফা দাবিতে সড়ক অবরোধ করে রাখেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে সাড়ে ১২টার দিকে রাস্তা ছেড়ে দেয় আন্দোলনকারীরা। এখন বেরোবির সামনে পার্ক মোড়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা।

এর আগে সকাল ৮ টায় বেরোবির অ্যাকাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থী।
প্রসঙ্গত, একই দাবিতে রোববার সন্ধ্যা সোয়া ৬টা থেকে মডার্ন মোড়ে দেড় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও দুপুরে গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এতে অংশ নেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি), কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, রংপুর মডেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
জিতু কবীর/সজীব হোসাইন/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাকসুতে স্বতন্ত্র প্রার্থী হওয়া ছাত্রদল নেতাকে পদ থেকে বহিষ্কার
- ২ কী ছিল জকসু জয়ের কৌশল, জানালেন ভিপি রিয়াজুল
- ৩ স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে জবি শিক্ষক সমিতির মানববন্ধন
- ৪ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৫ ছাত্র সংসদ নির্বাচনগুলোতে গণতন্ত্রের বিজয় হয়েছে: সাদিক কায়েম