কুবিতে সায়েন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সায়েন্স ক্লাবের আয়োজনে প্রথম বারের মত ‘সায়েন্স ফেস্টিভ্যাল-২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বেলুন উড়িয়ে এ ফেস্টিভ্যালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
এরপর বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান সম্পর্কিত প্রোজেক্টগুলো ঘুরে দেখেন উপাচার্যসহ অতিথিরা। পরে শিক্ষার্থীরা সায়েন্স ক্লাবের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। তার মধ্যে সায়েন্স অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, রুবিক্স কিউব প্রতিযোগিতা, আইডিয়া কন্টেস্ট প্রভৃতি অন্যতম। দিনব্যাপী এ আয়োজনে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন লটে কুবি সায়েন্স ক্লাবের সভাপতি ওবায়দুল হক অবির সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের, বিজ্ঞান অনুষদের ডিন ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, প্রকৌশল অনুষদের ডিন ড. সজল চন্দ্র মজুমদার, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্লাজমা ফিজিক্স বিভাগের প্রধান ও বিশিষ্ট বিজ্ঞনী ড. মো. খাইরুল ইসলাম, সায়েন্স ক্লাবের মডারেটর ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শাখাওয়াত শাওন ও তাসমীম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ক্ষুদে বিজ্ঞানী খুঁজে বের করেছে। তোমরা যারা আজ এখানে বিজয়ী হয়েছো তারা একদিন দেশ সেরা হবে।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করেন অতিথিরা। তার আগে সায়েন্স ক্লাবের প্রথম প্রকাশনা ‘বিজ্ঞান কথন’র মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি