ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু মঙ্গলবার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাবিপ্রবি | প্রকাশিত: ০৯:০৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সশরীরে ক্লাস শুরু হবে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি থেকে অনলাইনে ক্লাস শুরু হয়। করোনায় সরকারি নির্দেশনা অনুসরণ করে সশরীরে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল সিন্ডিকেট। মঙ্গলবার থেকে সরকারি বিধিনিষেধ উঠে যাচ্ছে। এজন্য ওইদিন থেকেই সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হবে।’

এর আগে ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়।

গত ১৬ জানুয়ারি হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

মোয়াজ্জেম/এসআর/জিকেএস