ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

শাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গ্রুমিং ও মেন্টরশিপ সেশন’ আজ

ক্যাম্পাস প্রতিবেদক | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট | প্রকাশিত: ০৫:৪১ এএম, ২০ সেপ্টেম্বর ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘গ্র্যাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক- সাস্ট’ (জিডিএন) এর ‘ক্যারিয়ার গ্রুমিং ও মেন্টরশিপ সেশন’ শীর্ষক সেমিনার হবে আজ মঙ্গলবার।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সচিব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হবে। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্টাফ এশিয়ান কান্ট্রি ও ফিন্যান্স ডিরেক্টর জুনায়েদ আহমেদ চৌধুরী। সেশন পরিচালনায় থাকবেন সাইফ বিন আলম, তানভীর আহমেদ, ফারহাত শাফি চৌধুরী, মোহাম্মদ হোসেইন আহমেদ।

জিডিএন-সাস্ট ২০১৫ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন সেমিনার, কর্মশালা ও নিয়মিত নানা আয়োজন করে আসছে।

নাঈম আহমদ শুভ/এসএএইচ