কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ইবি শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় তাওহীদ তালুকদার নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার পরিপ্রক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার (গতিরোধক) ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। তাওহীদ তালুকদার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের (২০২০-২১) শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় আহত হন তাওহীদ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিকভাবে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন সহপাঠীরা। এতে সড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে অনতিবিলম্বে স্পিড ব্রেকার (গতিরোধক) ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আমরা সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একাধিকবার স্পিড ব্রেকার নির্মাণের জন্য বলেছি। কিন্তু তাদের কিছু জটিলতার কারণে সেটি সম্ভব হয়নি। এখন নিজেদের উদ্যোগেই ব্রিজ নির্মাণের চিন্তা করছি। খুব শিগগির কাজ শুরু করবো।
রুমি নোমান/এমএএইচ/