ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শাহজালাল বিশ্ববিদ্যালয়

মারা গেলেন ভবন থেকে পড়ে যাওয়া সেই রংমিস্ত্রি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১১:১০ এএম, ১৮ জানুয়ারি ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) একাডেমিক ভবন সি’র পাশে দোতলা ওয়ার্কশপে রং করা অবস্থায় মাচা ভেঙে পড়ে যাওয়া সেই রংমিস্ত্রি মারা গেছেন। গত দুই দিন ধরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

বুধবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা ১০মিনিটে হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নির্মাণকাজের ঠিকাদার আসগর আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাক্তারের সর্বোচ্চ চেষ্টার পরেও তাকে বাঁচানো যায়নি। হাসপাতালের আইসিইউতে ভর্তি অবস্থায় সে দুনিয়া ছেড়ে চলে গেছে।

আরও পড়ুন: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভবন থেকে পড়ে আইসিইউতে রংমিস্ত্রি

এর আগে, সোমবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রং করা অবস্থায় হঠাৎ মাচার বাঁশ ভেঙে নিচে পড়ে আহত হন নাঈম আহমদ। পড়ে যাওয়ার শব্দ শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেন। ওই শ্রমিকের দুই হাত ও মুখের নিচের অংশ ভেঙে যায়। নাকও থেঁতলে যায়। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। পরে ডাক্তারের পরামর্শে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

Sust4.jpg

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফজলুর রহমান জাগো নিউজকে বলেন, লোকটি মারা যাওয়ার খবর শুনেছি। আমরা শোকাহত। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কাজ করায় তার সুচিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ মানবিক সহযোগিতা করা হয়েছে।

আরও পড়ুন: শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন বুধবার

আর্থিক সহযোগিতার বিষয়ে রেজিস্ট্রার বলেন, চুক্তির মাধ্যমে ঠিকাদারকে কাজ বুঝিয়ে দিয়েছি। তিনি বাহির থেকে শ্রমিক এনেছেন। শ্রমিকদের সুবিধা অসুবিধা দেখা তার দায়িত্ব।

আহত শ্রমিকের বাড়ি সিলেটের জালালাবাদ থানার ইনাতাবাদ গ্রামে। তার বাবার নাম ওয়াতির আলী।

নাঈম আহমদ শুভ/জেএস//এমএস