শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভবন থেকে পড়ে আইসিইউতে রংমিস্ত্রি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) একাডেমিক ভবন সি’র পাশে দোতলা ওয়ার্কশপে রং করা অবস্থায় মাচা ভেঙে পড়ে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
তার নাম নাঈম আহমদ (২০)। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
আরও পড়ুন: বহিষ্কারের পরও পরীক্ষা দিচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নাঈম আহমদ একজন রংমিস্ত্রি। তিনি দোতলা ওয়ার্কশপের ওপরে মাচায় বসে রং করছিলেন। হঠাৎ মাচার বাঁশ ভেঙে নিচে পড়ে যান। পড়ে যাওয়ার শব্দ শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত অ্যাম্বুলেন্স এনে হাসপাতালে নেন।
রংমিস্ত্রির ঠিকাদার আসগর আলী জাগো নিউজকে বলেন, ওই শ্রমিকের দুই হাত ও মুখের নিচের অংশ ভেঙে গেছে। নাকও থেঁতলে গেছে। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলের মোবাইলে কল দিলে তাকে পাওয়া যায়নি।
তবে সহকারী প্রক্টর এ কে এম আশিকুজ্জামান বলেন, ঘটনা মর্মান্তিক। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
আহত শ্রমিকের বাড়ি সিলেটের জালালাবাদ থানার ইনাতাবাদ গ্রামে। তার বাবার নাম ওয়াতির আলী।
নাঈম আহমদ শুভ/এসআর/এমএস