ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র্যাগিং সেল গঠন
ফাইল ছবি
২০২০ সালের জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্যাতন ও র্যাগিং বন্ধে নির্দেশনা দিয়ে অ্যান্টি র্যাগিং সেল গঠন করতে নির্দেশনা দেন হাইকোর্ট। এ নির্দেশনার পর কেটে গেছে প্রায় তিন বছর। এরইমধ্যে আলোচনায় এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী ফুলপরী খাতুনের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনের ঘটনা।
এ ঘটনার প্রায় এক মাস পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্যাতন প্রতিরোধে অ্যান্টি র্যাগিং সেল গঠন করা হয়েছে। শনিবার (১১ মার্চ) বিকেলে ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
জানতে চাইলে তিনি বলেন, উপাচার্যের নির্দেশে একটি অ্যান্টি র্যাগিং সেল গঠন করা হয়েছে। আগামী দুই বছর এ সেল কাজ করবে।
এদিকে, বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ওই সেলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ এবং সদস্য সচিব হিসেবে কাজ করবেন উপ-রেজিস্ট্রার আবদুল হান্নান।
এছাড়া সেলের অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, শেলীনা নাসরিন ও অধ্যাপক ড. রেবা মণ্ডল।
রুমি নোমান/এমআরআর/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি