ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘সার্ভিস কমব্যাট’ চ্যাপ্টার-৩ সম্পন্ন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:২১ এএম, ১৭ মে ২০২৩

বর্তমান বিশ্বের পণ্যের পাশাপাশি পরিষেবা বা সার্ভিস অনেক গুরুত্ব বহন করে। এরই ধারাবাহিকতায় এ বিষয়ের সঙ্গে ছাত্রদের আরও সংযুক্ত করতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রিয়েটিভ মার্কেটিং ক্লাব সফলভাবে আয়োজন করেছে সার্ভিস ভিত্তিক ব্যবসায়ী প্রতিযোগিতা ‘সার্ভিস কমব্যাট চ্যাপ্টার-৩’।

‘সার্ভিস কমব্যাট’-একটি আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যবসায়ী প্রতিযোগিতা এবং একটি প্ল্যাটফর্ম, যেখানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অসাধারণ সার্ভিস পরিকল্পনা দিয়ে প্রতিযোগিতায় অংশ নেন।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্রিয়েটিভ মার্কেটিং ক্লাবের আগে দুটি সিক্যুয়েল সফলভাবে আয়োজন করেছিল। এর মধ্যে প্রথমটি ২০১৮ এবং পরেরটি ২০১৯ সালে।

সার্ভিস কমব্যাটের তৃতীয় সিকোয়েন্সে প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে সার্ভিস উদ্যোগের সমস্যা সমাধান এবং এদের উন্নয়নের জন্য কীভাবে কোন ব্যবসায় ও মার্কেটিং রণনীতি ব্যবহার করা যেতে পারে। প্রতিযোগিতায় দক্ষ প্রতিদ্বন্দ্বীদের প্রথম পর্বে একটি সার্ভিস ব্যবসায়ের সমস্যার সমাধান করতে হয়েছে এবং মার্কেটিং রণনীতি প্রয়োগ করতে হয়েছে।

প্রতিযোগিতার আগে ওয়ার্কশপ ১ এর মাধ্যমে এক্সপার্টরা প্রতিযোগীদের বাংলাদেশের সার্ভিস শিল্পটি পরিচিত করে দিয়ে তাদের বিজনেস কেইস সমাধানের মৌলিক কৌশল বোঝানো হয়। পরে ওয়ার্কশপ- ২ একটি গ্রুমিং সেশন হয়-যেখানে প্রতিযোগীদের প্রস্তাবগুলি সঠিকভাবে প্রদর্শন করার জন্য উপযুক্ত উপায় এবং টুলস প্রদান করা হয়েছিল।

প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে ৭৫ দলের মধ্যে ৭টি দল মূল পর্বে সুযোগ পায়। এ সাতটি দল সাত রকমের নতুন সার্ভিস ব্যবসায় পরিকল্পনা নিয়ে আসে এবং সেগুলো বিচারকদের সামনে উপস্থাপন করে। উপস্থাপনা শেষে বিচারকদের বিচার বিবেচনায় তিনটি দল বিজয়ী হয়।

বিজয়ী দলগুলো হলো-চ্যাম্পিয়ন: টিম ব্রেভ বেঞ্চার, ১ম রানারআপ: জোন-এক্স এবং ২য় রানার আপ: দ্যা মেবেরিক্স। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পায় ১০ হাজার টাকা। প্রথম রানার আপ ৬ হাজার এবং দ্বিতীয় রানার আপ ৪ হাজার টাকা।

প্রতিযোগিতায় পার্টনার যারা: মিডিয়া পার্টনার হিসেবে ছিল একুশে টিভি, রেডিও পার্টনার বাংলা রেডিও ৯৫.২ এফএম, গিফট পার্টনার ফিউশন, স্ট্র্যাটেজিক পার্টনার বিওয়াইএলসি, অনলাইন মিডিয়া পার্টনার জাগো নিউজ২৪.কম, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক আমার কাগজ, নলেজ ইন্টারেক্টিভ কেয়ারস, ফটোগ্রাফি পার্টনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব এবং হসপিটালিটি পার্টনার হিসেবে ছিল হোটেল চেইন।

এমআইএইচএস/জেআইএম