ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

গুচ্ছের ‘এ’ ইউনিটে শাবিপ্রবিতে পরীক্ষায় বসবেন ৬ হাজার ভর্তিচ্ছু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১১:২১ এএম, ৩১ মে ২০২৩

গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯টি ভবনে অংশ নেবেন ৬ হাজার ৩৯ জন শিক্ষার্থী।

বুধবার (৩১ মে) সকালে শাবিপ্রবি কেন্দ্রের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. মাহবুবুল হাকিম বলেন, ৩ জুন (শনিবার) ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে শাবিপ্রবির কেন্দ্রের পাঁচটি একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন, আইআইসিটি ভবন, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যাম্পাসের নিকটস্থ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ ৯টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ভর্তি পরীক্ষায় ৬ হাজার ৩৯ জন ভর্তিচ্ছু অংশ নেবেন।

নাঈম আহমদ শুভ/আরএইচ/এমএস