বাঙলা কলেজে ছাত্রলীগের ওপর ‘হামলার’ প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের বিক্ষোভ
বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে বাঙলা কলেজ ছাত্রলীগ এবং বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার (১৮ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ঢাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন
বিক্ষোভ মিছিলটি টিএসসি, নীলক্ষেত, শাহবাগসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে মাজহারুল কবির শয়ন বলেন, আজ বিএনপির সন্ত্রাসীরা বাঙলা কলেজের শিক্ষার্থীদের ওপর অতর্কিতভাবে হামলা করেছে। আমাদের সহযোদ্ধাদের ওপর হামলা করা হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তা বরদাস্ত করবে না। বিএনপি তাদের ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে ক্যাম্পাসগুলোকে তথা সারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। সেজন্য বাংলার ছাত্রসমাজ তাদের বহু আগেই প্রত্যাখ্যান করেছে।
তানভীর হাসান সৈকত বলেন, পদযাত্রার নামে সারাদেশে বিএনপি সন্ত্রাসে লিপ্ত হয়েছে। ২০১৩-১৪ সালের ন্যায় আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। নির্বাচন আসলেই তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে তৎপর হয়। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে রাজপথে মোকাবিলা করতে এবং সব অপশক্তির দাঁতভাঙা জবাব দিতে সদা প্রস্তুত থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
আল-সাদী ভূঁইয়া/কেএসআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি