ববি শিক্ষার্থীকে মোটরসাইকেলের ধাক্কা, প্রতিবাদে সড়ক অবরোধ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী আহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমনে একটি মোটরসাইকেলের ধাক্কায় মৃদু আহত হন কানিজ ফাতিমা নামের ওই শিক্ষার্থী।
এ খবর জানাজানি হলে বেলা আড়াইটার দিকে নিরাপদ সড়ক, অপরাধীর বিচার এবং ফুটওভার ব্রিজ-স্পিড ব্রেকার চেয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এসময় বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

এ ব্যাপারে সড়ক অবরোধে প্রতিনিধিত্বকারী শিক্ষার্থী মুস্তাকিম বিল্লাহ জানান, বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ফুটওভার ব্রিজের দাবি আমাদের। কিন্তু এ ব্যাপারে কোনো কর্ণপাত করেনি প্রশাসন। তাই আজ আমাদের এক বোন সড়ক দুর্ঘটনার শিকার হওয়ায় রাস্তায় নামতে হলো।
আরও পড়ুন: বাসচাপায় জাবির আহত শিক্ষার্থীরও মৃত্যু
জান্নাতুল ফেরদৌস নামের আরেক শিক্ষার্থী জানান, ভিসি স্যার বলেছেন খুব দ্রুত আমাদের দাবিগুলো পূরণ করা হবে। একইসঙ্গে আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা ও অভিযুক্ত মোটরসাইকেলচালককে আইনের আওতায় আনা হবে। স্যারের আশ্বাসে আমরা যান চলাচলের স্বার্থে সড়ক অবরোধ প্রত্যাহার করেছি।
শাওন খান/আরএইচ/জেআইএম