ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ইবিতে চিকিৎসা কেন্দ্রেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১০ আগস্ট ২০২৩

এখন থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রেই ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। ৮০ টাকা ফি দিয়ে প্রতিদিন ক্যাম্পাস চলাকালীন সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে স্যাম্পল (রক্ত) দিতে পারবেন তারা। একইদিন বিকেল ৪টার মধ্যে রিপোর্টও দেবে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসা কেন্দ্র সূত্র জানায়, এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে তিনজন শিক্ষার্থীর ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। তাদের সবার নেগেটিভ রিপোর্ট এসেছে।

চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান বলেন, ডেঙ্গুর বাহক এডিস মশা তার বৈশিষ্ট্যে আগের তুলনায় অনেক পরিবর্তন এনেছে। আগে শুধু দিনের বেলায় এ মশা কামড়ালেও এখন রাতেও কামড়াচ্ছে। এছাড়া আগে শুধু জমে থাকা স্বচ্ছ পানিতে জন্মালেও এখন অপরিষ্কার পানিতেও মশা জন্মাচ্ছে। তাই ডেঙ্গুর বিষয়ে আগের তুলনায় আমাদের বেশি সতর্ক থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ চলছে। এজন্য জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে যেকোনো জ্বরই যে ডেঙ্গু, তা নয়। কর্তব্যরত চিকিৎসক যদি রোগীর শরীরে ডেঙ্গুর লক্ষণ দেখেন তাহলে তিনি ডেঙ্গু পরীক্ষার জন্য পরামর্শ দেবেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল আলিম বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। অনেকের মৃত্যু হচ্ছে। ক্যাম্পাসেই ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা থাকায় আমাদের আর বাড়তি ভোগান্তি পোহাতে হবে না।

রুমি নোমান/এসআর/জেআইএম