ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

শাবিতে জাতীয় ছাত্রদলের নতুন কমিটি

প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২৪ মার্চ ২০১৬

জাতীয় ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনটির ১২তম কাউন্সিলের মাধ্যমে এ কমিটি গঠন করা।

কমিটিতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেনকে সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী পরেশ চাকমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি নাদিম আহমেদ, বজলুর রশিদ সৃজন, সহ-সাধারণ সম্পাদক প্রণব সরকার, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন তালুকদার, অর্থ সম্পাদক অনুকুল চন্দ্র কর, প্রচার সম্পাদক মীর হাবিব, দফতর সম্পাদক সৌরভ ঘোষ, পাঠচক্র সম্পাদক মিহির দেবনাথ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এনামুল হক প্রমুখ।

মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কামরুল হক লিপু, গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ড. ওবায়দুল্লাহ সাগর, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট কুমার চন্দ্র রায়, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার সাধারণ সম্পাদক জয়দ্বীপ দাশ চম্পু, ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার সভাপতি নুরুল হুদা সালেহ। অধিবেশনে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি সৈকত শুভ।

আব্দুল্লাহ আল মনসুর/বিএ